প্রাণী কল্যাণ আইন-২০১৭

প্রাণী হত্যা বা বিকলাঙ্গ করলে কারাদণ্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৫

জাগরণীয়া ডেস্ক

কোনো প্রাণীকে বিষ প্রয়োগে হত্যা বা বিকলাঙ্গ করলে দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে প্রাণী কল্যাণ আইন-২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

২০ ফেব্রুয়ারি (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন আইনে বলা হয়, আইনানুগ কর্তৃত্ব বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি বিষাক্ত বা অনিষ্টকর ওষুধ বা খাদ্য কোনো গৃহপালিত, পোষা বা আবদ্ধ প্রাণীকে খাওয়ান বা প্রয়োগ করেন এবং এ কারণে প্রাণীটির মৃত্যু হয়, বিকলাঙ্গ বা কর্মক্ষমতা নষ্ট হয়, তাহলে তিনি অপরাধী হবেন।

এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রাণীর প্রতি অকারণে নিষ্ঠুর ও নির্দয় আচরণ করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া নতুন আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে পোষাপ্রাণী লালন-পালন করা যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র লাগবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত