যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩

জাগরণীয়া ডেস্ক

পাবনার আটঘরিয়ায় যৌতুকের দাবিতে আঁখি খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে আঁখির স্বামী, শ্বশুর, শাশুরি, দেবরসহ বাড়ির অন্যান্য লোকজন পলাতক রয়েছে।

১৯ ফেব্রুয়ারি (রবিবার) সকালে উপজেলার একদন্ত পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখির ভাই আব্দুল মালেক বলেন, তিনমাস আগে বেড়া উপজেলার আমিনপুর থানার আব্দুল হালিম শেখের মেয়ে আঁখির সঙ্গে একদন্ত পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জায়দুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জায়দুল একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকার দাবিতে আঁখিকে মানসিক ও শারীরীক নির্যাতন করে আসছিল। ১৯ ফেব্রুয়ারি (রবিবার) সকালে এ নিয়ে কথাকাটির জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে জায়দুল।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, যৌতুকের দাবিতে আঁখিকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় পাবনা আটঘরিয়া থানায় নিহত আঁখির মা রুনি খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত