ভূমি বা জমির পরিমাপ পদ্ধতি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭

জাগরণীয়া ডেস্ক

ভূমি পরিমাপের জন্য Standard Measurement যা “সরকারি মাপ” বলে যা পরিচিত, তার জন্য নিন্ম পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়। এই পরিমাপ সারাদেশে সর্বজন গৃহীত।

১. ডেসিমেল বা শতাংশ বা শতক
২. কাঠা
৩. বিঘা এবং
৮. একর

ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজ ইত্যাদি যাবতীয় বিষয়ে ভূমির পরিমাপে এই পদ্ধতিতেই লিপিবদ্ধ করা হয়। তবে জমি মাপ ঝোঁক করার পূর্বে, আমরা কিছু পরিমাপের পদ্ধতি চর্চা করব।

মেট্রিক পদ্ধতি
দৈর্ঘ্য পরিমাপের অন্যতম মাধ্যম মেট্রিক পদ্ধতির একক হল- মিটার

সহস্র – কিলোমিটার
শতক – হেক্টোমিটার
দশক – ডেকামিটার
একক – মিটার
দশমাংশ – ডেসিমিটার
শতাংশ – সেন্টিমিটার
সহস্রাংশ – মিলিমিটার

মেট্রিক পদ্ধতিতে এক ধাপ থেকে অন্য ধাপের কনভার্টিং পদ্ধতি
১ কিলোমিটার = ১০ হেক্টোমিটার = ১০০ ডেকামিটার = ১০০০ মিটার
১ হেক্টোমিটার = ১০ ডেকামিটার = ১০০ মিটার
১ ডেকামিটার = ১০ মিটার
১ মিটার = ১০ ডেসিমিটার = ১০০ সেন্টিমিটার = ১০০০ মিলিমিটার
১ ডেসিমিটার = ১০ সেন্টিমিটার = ১০০ মিলিমিটার
১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার

ভূমি পরিমাপের ক্ষেত্রে মেট্রিক কনভার্টিং পদ্ধতি
১ বর্গকিলোমিটার = ১০ বর্গহেক্টোমিটার = ১০০ বর্গডেকামিটার = ১০০০ বর্গমিটার
১ বর্গহেক্টোমিটার = ১০ বর্গডেকামিটার = ১০০ বর্গমিটার
১ বর্গডেকামিটার = ১০ বর্গমিটার
১ বর্গমিটার = ১০ বর্গডেসিমিটার = ১০০ বর্গসেন্টিমিটার = ১০০০ বর্গমিলিমিটার
১ বর্গডেসিমিটার = ১০ বর্গসেন্টিমিটার = ১০০ বর্গমিলিমিটার
১ বর্গসেন্টিমিটার = ১০ বর্গমিলিমিটার

ব্রিটিশ পদ্ধতি বা ইম্পেরিয়েল সিস্টেম
দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ বা ইম্পেরিয়েল সিস্টেম এর একক হল- ফুট

১ থাও = ১/১২০০০ ফুট
১ ইঞ্চি = ১০০০ থাও = ১/১২ ফুট
১ ফুট = ১২ ইঞ্চি
১ গজ = ৩ ফুট
১ চেইন = ২২ গজ = ৬৬ ফুট
১ ফার্লং = ১০ চেইন = ৬৬০ ফুট
১ মাইল = ৮ ফার্লং = ৫২৮০ ফুট
১ লগ = ৩ মাইল = ১৫৮৪০ ফুট

ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইঞ্চি, ফুট, গজ ও মাইল
১ ফুট = ১২ ইঞ্চি
১ গজ = ৩ ফুট = ৩৬ ইঞ্চি
১ মাইল = ১৭৬০ গজ = ৫২৮০ ফুট
পৌন এক (০.৭৫) মাইল = ১৩২০ গজ
আধা (০.৫০) মাইল = ৮৮০ গজ
পোয়া (০.২৫) মাইল = ৪৪০ গজ

ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্র ব্রিটিশ একক সমূহ
১‌ বর্গফুট = ১৪৪ বর্গইঞ্চি
১ বর্গগজ = ৯ বর্গফুট = ১২৯৬ বর্গইঞ্চি
১ একর = ৪৮৪০ বর্গগজ = ৪৩৫৬০ বর্গফুট

দেশীয় প্রচলিত মাপ-ঝোঁক বা আঞ্চলিক প্রচলিত পরিমাপ
সরকারি ভাবে ভূমির পরিমাপ একর বা শতক পদ্ধতিতে করা হয়। এবং একর শতকের এই মাপ সমগ্র দেশে অভিন্ন। কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন প্রকারের মাপ ঝোক প্রচলন আছে। শুধু তাই নয়, এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের পরিমাপের এককের নামের সাদৃশ্য থাকলেও আয়তনের ভিন্নতা রয়েছে। সাধারণত এগুলো হলো কানি-গন্ডা বা বিঘা-কাঠা নামে পরিচিত।

কাঠা ও বিঘার মাপ
১ বিঘা = ২০ কাঠা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
১ গন্ডা = ১ শতক

কানি হিসাবের মাপ
কাচ্চা কানিঃ ৪০ শতকে এক কাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

এক পরিমাপ থেকে অন্য পরিমাপ তুলনা [শতাংশ ও একরের পরিমাণ বর্গগজ/বর্গফুট অনুযায়ী]
১ একর = ৪,৮৪০ বর্গগজ = ৪৩,৫৬০ বর্গফুট
১ বিঘা = ১,৬১৩ বর্গগজ = ১৪,৫২০বর্গফুট
১ কাঠা = ৮০.১৬ বর্গগজ = ৭২১.৪৬ বর্গফুট
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ = ৪৩৫.৬০ বর্গফুট
১ ছটাক = ৫.০১ বর্গগজ = ৪৫.০৯ বর্গফুট = ২০ বর্গহাত
১ গজ = ৩ ফুট
১ ফুট = ১২ ইঞ্চি
১ হাত (প্রামাণ সাইজ) = ১৮ ইঞ্চি ফুট

টিকা
ভূমি যে কোন সাইজের হোক না কেন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থে যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১.০০ একর (এক একর) হবে। যেমনঃ ভূমির দৈর্ঘ্য ২২০ গজ এবং প্রস্থ ২২ গজ। সুতরাং ২২০ গজ×২২ গজ= ৪৮৪০ বর্গগজ।

মিটার থেকে ফুট পরিমাপ
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার = ২৫.৪ মিলিমিটার
১ মিলিমিটার = ০.০৩৯৩৭ ইঞ্চি (প্রায়)
১ সেন্টিমিটার = ০.৩৯৩৭ ইঞ্চি (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) = ৩.২৮ ফুট (প্রায়) = ১.০৯৩ গজ (প্রায়)
১ কিলোমিটার = ০.৬২১৩৭১ মাইল = ১০০০ মিটার = ১০৯৩.৬১ গজ (প্রায়)
১ মাইল = ১.৬০৯৩৪ কিলোমিটার = ১৬০৯.৩৪ মিটার = ১৭৬০ গজ
২ কিলোমিটার = ১.২৪২৭৪ মাইল = সোয়া এক মাইল
পৌন এক (০.৭৫) মাইল = ১৩২০ গজ
আধা (০.৫০) মাইল = ৮৮০ গজ
পোয়া (০.২৫) মাইল = ৪৪০ গজ
১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়)
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৬১৯ বর্গমিটার = ১৯৩৬ বর্গগজ = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১০ বর্গ চেইন = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট

কাঠা, বিঘা ও একরের মাপ
১ একর = ৩.০৩০৩০৩০৩ বিঘা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক = ৬০.৫ কাঠা = ১০০ শতাংশ
১ বিঘা = ২০ কাঠা = ৩৩ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক = ১৬৫ অযুতাংশ
১ শতাংশ = ১০০ অযুতাংশ

টিকা
একশত শতাংশ বা এক হাজার সহস্রাংশ বা দশ হাজার অযুতাংশ= ১.০০ (এক) একর। দশমিক বিন্দুর (.) পরে চার অঙ্ক হলে অযুতাংশ পড়তে হবে।

এয়র হেক্টর হিসাব
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪৭ বিঘা
১ হেক্টর = ১০০ এয়র

বিঘা-কাঠার হিসাব থেকে ফুটের মাপ
১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট
১ কাঠা = ৭২০ বর্গফুট
১ ছটাক = ৪৫ বর্গফুট

গান্টার শিকল এর লিঙ্ক এর সাথে ফুট ও ইঞ্চির মাপ
১ লিঙ্ক = ৭.৯ ইঞ্চি
৫ লিঙ্ক = ৩ ফুট ৩.৬ ইঞ্চি
১০ লিঙ্ক = ৬ ফুট ৭.২ ইঞ্চ
১৫ লিঙ্ক = ৯ ফুট ১০.৮ ইঞ্চি
২০ লিঙ্ক = ১৩ ফুট ২.৪ ইঞ্চি
২৫ লিঙ্ক = ১৬ ফুট ৬.০ ইঞ্চি
৪০ লিঙ্ক = ২৬ ফুট ৪.৮ ইঞ্চি
৫০ লিঙ্ক = ৩৩ ফুট
১০০ লিঙ্ক = ৬৬ ফুট

ভূমির পরিমাপ বা জমির মাপ
ভূমির পরিমাপ বা জমির মাপ-ঝোঁক মানেই এর ক্ষেত্রফল নির্ণয় করা। ভূমি বা জমির ক্ষেত্রফল নির্ণয়ে জ্যামিতির সাধারণ জ্ঞান জানা আবশ্যক। বিশেষ করে বিভিন্ন ভুজ (যেমন- ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এবং বহুভুজ) এর ক্ষেত্রফল বের করার একাধিক সূত্র আত্মস্থ করা দরকার। কারণ জমি সব সময় চুতর্ভুজ আকারের হবে এমন ধারণা থেকে বিরত থাকুন।

ত্রিভুজের ক্ষেত্রফল = ½ (ভূমি×উচ্চতা)
চতুর্ভুজের ক্ষেত্রফল = দৈর্ঘ্য×প্রস্থ
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)^2
রম্বসের ক্ষেত্রফল = ½×কর্ণদ্বয়ের গুণফল
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি×উচ্চতা
সুষম বহুভুজের ক্ষেত্রফল = ½(অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ × পরিসীমা)
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ½(সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল × সমান্তরাল রেখাদ্বয়ের লম্বদূরত্ব বা উচ্চতা)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত