‘ড. ইউনূসকে নিয়ে হিলারি ও রাষ্ট্রদূত চাপ দেন’

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৭

জাগরণীয়া ডেস্ক

মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ঢাকার মার্কিন রাষ্ট্রদূত কয়েকবার হুমকি দিয়ে বলেছিলেন, ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরানো হলে পদ্মা সেতুর তহবিল প্রত্যাহার করা হবে। এ ছাড়া তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে এ জন্য চাপ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) মিউনিখের ম্যারিয়ট হোটেলে আওয়ামী লীগের জার্মানি শাখার দেওয়া সংবর্ধনায় শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আমার কার্যালয়ে এলেই হুমকি দিয়ে বলতেন ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরানো হলে পদ্মা সেতুর তহবিল বন্ধ করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘হিলারি ক্লিনটনও আমাকে ফোন করে একই ধরনের চাপ দিয়েছিলেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত