শিশু সুরক্ষায় ইউনিসেফ ও সুপ্রিম কোর্টের সমঝোতা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৫

জাগরণীয়া ডেস্ক

শিশু সুরক্ষা ও শিশু আইন ২০১৩ বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ইউনিসেফ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শিশু অধিকার বিষয়ক বিশেষ কমিটির সঙ্গে এই সমঝোতা হয়। এই উদ্যোগ শিশুদের ন্যায় বিচার প্রাপ্তি ও আইনি সেবা নিশ্চিত করবে।

এই উদ্যোগের আওতায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলকভাবে আটটি বিভাগীয় জেলায় ১৬টি শিশু আদালত স্থাপন করা হবে।  

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অন্যদের সাথে আরো ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডুওয়ার্ড বেগবেদার।

এডুওয়ার্ড বেগবেদার বলেন, "শিশুদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। শিশু অধিকার আইন ২০১৩ একটি মাইলফলক। শুধু শিশু আইন প্রয়োগ এবং শিশুদের সর্বোচ্চ স্বার্থকে বিবেচনায় নিয়ে তাদের সেবাপ্রাপ্তির সুযোগ উন্নত করাই নয় ভিন্ন উপায়ে শিশুদের জন্য কাজ করার বিষয়টি নিশ্চিত করবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত