ভাঙায় শহীদ মিনার ভাঙার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের সমাবেশ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০২

জাগরণীয়া ডেস্ক

ফরিদপুরের ভাঙায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ফরিদপুর জেলা সংসদ।

৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ফরিদপুর জেলা সংসদের সভাপতি মুকুল রায়, উদীচী, ভাঙা উপজেলার সভাপতি লিয়াকত মোল্লা, সিপিবি নেতা আতাউর রহমান কালু, আবুল কালাম, সুভাষ মন্ডল, এ্যাডভোকেট অনিল চন্দ্রমরন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রায় ২০ বছর আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতের কোন এক সময় শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে ৬ ফেব্রুয়ারি (সোমবার) সকারেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত