ভান্ডারিয়ায় যৌতুকবিহীন ৩০ বিয়ে

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৮

জাগরণীয়া ডেস্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকোপার্কে বুধবার ৩০ যৌতুকবিহীন বিয়ে হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক উন্নয়ন সংগঠন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ পিরোজপুর জেলার ৩০ জন দরিদ্র বেকার যুবক-যুবতীদের যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে।

বিয়েতে প্রতি বর ও কনের পরিবারের ১০ জন করে মেহমানসহ ৬শ জন অতিথিকে আমন্ত্রণ করা হয়। স্থানীয় হরিণপালা গ্রামের কাজি মাওলানা নজিবউদ্দিন হালিম বিয়ে পড়ান। বিয়ের কাবিন নামা ৫০ হাজার টাকা করে লেখা হয়।

বিয়ে শেষে নবদম্পতির হাতে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী। এছাড়া তাদের পুনর্বাসনের জন্য ভ্যানগাড়ি ও সেলাই মেশিন দেওয়া হয়। মেহমানদের শাহী বিরিয়ানী, সালাদ, কোমল পানীয় ও মিষ্টি খাওয়ানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত