বৃদ্ধাকে ঝলসে দেওয়ার মামলায় গ্রেপ্তার ২

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:১৯

জাগরণীয়া ডেস্ক

বগুড়ায় রাবেয়া বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে গরম তেলে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই বৃদ্ধার মেয়ে কল্পনা আক্তার বাদি হয়ে ঘটনার মূলহোতা শরিফ উদ্দিন রতনসহ তাঁর স্ত্রী ও শ্যালিকাকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

২৯ জানুয়ারি (রবিবার) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে শরিফ উদ্দিন রতনের স্ত্রী ও শ্যালিকাকে গ্রেপ্তার করে। তবে পলাতক থাকায় রতনসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, মূলহোতা শরিফ উদ্দিন রতনসহ মামলার অপর আসামিদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। মূলত তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় শহরের মালগ্রাম কলেজপাড়া এলাকায় বৃদ্ধা রাবেয়ার ভাজিপুরির দোকানে পাপড় কিনতে আসেন একই এলাকার হবিব কসাইয়ের ছেলে শরিফ উদ্দিন রতন। ভেজে দিতে দেরি হওয়ায় ফুটন্ত তেলের কড়াইয়ে লাথি মারেন তিনি। এতে তেল ভর্তি কড়াই রাবেয়ার শরীরে গিয়ে পড়লে মুখমণ্ডলসহ প্রায় সারা শরীর ঝলসে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত