হরতালে লাকী আক্তারসহ আহত ৭

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭

জাগরণীয়া ডেস্ক

জাতীয় কমিটির ডাকে পূর্বঘোষিত আধাবেলা হরতালে পুলিশের সঙ্গে সংষর্ষে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারসহ সাতজন আহত হয়েছেন বলে হরতালকারীরা অভিযোগ করেছেন।

আজ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে সংঘর্ষে ওই সাতজন আহত হন বলে দাবি করেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ফারজানা জানান, পুলিশের অতর্কিত হামলায় লাকী আক্তার ছাড়াও লাবণী মণ্ডল, উম্মে হাবিবা বেনজীর, রায়হান, নাসির, কাঁকনসহ সাতজন আহত হন।

ছাত্র ইউনিয়নের সহসভাপতি ফারজানা আক্তার জানান, রামপালের ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগে অবস্থান নেন। হরতাল চলাকালে পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ওই এলাকা ত্যাগের সময় অনেকে আহত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত