বাল্যবিয়ে করতে আসায় বরের কারাদণ্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ০৪:৩৮

জাগরণীয়া ডেস্ক

বাল্য বিয়ের আয়োজন করায় যশোরের শার্শায় কনের ভগ্নিপতি ও বরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহিশাডাঙ্গা গ্রামের জোহর আলির ছেলে ও বর তরিকুল ইসলাম (২২) এবং কনের ভগ্নিপতি বালুণ্ডা গ্রামের আমির আলির ছেলে আব্দুল ওহাব (৩৩)।

শার্শা থানার এসআই মুরাদ হোসেন জানান, সোমবার বিকালে উপজেলার বালুণ্ডা গ্রাম থেকে তাদের আটক করে এ দণ্ড দেওয়া হয়।

এসআই মুরাদ বলেন, "স্থানীয়দের কাছ থেকে বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাতদিন করে দণ্ড দিয়ে কারাগারে পাঠান।”

আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাদের বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯২৯এর ৬/১ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত