গোবিন্দগঞ্জের ঘটনায় তদন্তের সময় বাড়লো

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৫৪

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত কিনা সে বিষয়ে তদন্তের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছেন হাইকোর্ট। যথাসময়ে তদন্ত শুরু করতে না পারার বিষয়টি উল্লেখ করে রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চে এক মাস সময় আবেদন করেন চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট।

আবেদনে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মদ শহীদুল্লাহ বলেন, "আদালত হতে ঘটনাস্থল ৩৫ কিলোমিটার দূরে। হাইকোর্ট যখন তদন্তের আদেশ দিয়েছিল তখন আমি বিদেশে অবস্থান করায় যথাসময়ে তদন্ত শুরু সম্ভব হয়নি"।

চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো এক মাস সময় আবেদন দাখিল করেন। 

শুনানি শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০ দিন সময় মঞ্জুর করেন। 

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩১ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত