ভোলায় ‘ভুল চিকিৎসায়’ স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৩

জাগরণীয়া ডেস্ক

ভুল চিকিৎসার ফলে ভোলায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্কুলছাত্রী নুপুর (১৩) সদর উপজেলার রতনপুর এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহানের মেয়ে এবং ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

নুপুরের মা রুমা বেগম বলেন, ‘সোমবার দিবাগত রাত ৪টার দিকে নুপুরের ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে খাবার খাওয়ানো হলে সে বমি করে। মঙ্গলবার বিকেলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তার তাকে স্যালাইন পুশ করে। স্যালাইনটি ঘণ্টা খানেক চলার পর নার্স এসে তাকে একটি ইনজেকশন করে। এর পর নুপুরের নাখ মুখ থেকে লালা বের হয়ে সে মারা যায়।’

নুপুরের বাবা মো. শাজাহান বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার বলেন, ‘ডাক্তার কিংবা নার্সের ভুলের জন্য যদি রোগীর মৃত্যু হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে ভোলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসাল্টেন্ট ডা. সামি আহমেদ ও মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত