দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ২২:৫৬

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরে পিকআপ চাপায় মোমেনা (৩৮) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক আহত হয়েছে। 

বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক ওই পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

আহতরা হলেন- সাজেদা (৪০) ও সুরাইয়া (৩৭)। হতাহতরা গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার ডডি পোশাক কারখানার শ্রমিক।

গাজীপুর নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকাগামী চটের বস্তা ভর্তি একটি পিকআপ ভ্যান পোশাক কারখানার তিন নারী শ্রমিককে ধাক্কা দেয়। এতে ওই তিন নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুল আলম পোশাক শ্রমিক মোমেনাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনার খবর পেয়ে ওই পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশের লেনে (ঢাকাগামী) অবরোধ করে। এ সময় তারা ঘাতক পিকআপটিকে আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে যানবাহন আটকা পড়ে ওই মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে পিকআপের আগুন নেভায়।

নাওজোর হাইওয়ে পুলিশের এসআই আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ৯টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত