নড়াইলে তিন হিন্দু বাড়িতে আগুন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ২১:১৩

জাগরণীয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পর এবার নড়াইলের লোহাগড়ায় তিনটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জানান, মঙ্গলবার গভীর রাতে লোহাগড়া পৌরসভা কুন্দশী পালপাড়ায় তিনটি পরিবারের পালেংগা (মাটির সামগ্রী তৈরির কারখানা), গোয়াল ঘর ও খড়ের গাদায় কে বা কারা আগুন দেয়।

জেলা প্রশাসক বলেন, “হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “পাল পাড়ায় নিরোধ পালের পালেংগা ও গোয়াল ঘর, পরিতোষ এবং প্রফুল্ল পালের খড়ের গাঁদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুটি গবাদী পশু দগ্ধ হয়। পরে এলাকার মানুষ এবং লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত