প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন তৃতীয় লিঙ্গদের প্রতিনিধিরা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন তৃতীয় লিঙ্গদের একটি প্রতিনিধি দল।

১৬ সেপ্টেম্বর (রবিবার) রাতে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে মাগরিবের বিরতির সময় প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। গত ঈদুল আযহায় জামালপুরের  তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে প্রধানমন্ত্রী গরু উপহার দেয়ায় তারা ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসেন। তৃতীয় লিঙ্গদের আকুতি শুনে প্রধানমন্ত্রী তাদের পরম মমতায় জড়িয়ে ধরেন। 

সাক্ষাৎ শেষে আরিফা ইয়াসমিন ময়ূরী সাংবাদিকদের বলেন, আমাদের পল্লীর ৮৭ জনের জন্য কোরবানির গরু পাঠানোর পর তাকে সরাসরি দেখার স্বপ্ন ছিল। তাই তার কাছে সময় চেয়েছিলাম। অবাক হলাম, এতো ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সময় দিয়েছেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আরও অবাক হয়েছি। তিনি খুবই সাধারণ একজনের মতো আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি সত্যিই আমাদের কথা ভাবেন। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, জামালপুর জেলার শিশির সমাজ কল্যাণ অর্গানাইজেশনের সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর নেতৃত্বে, চুন্নু, কমলা, মৌরি, হাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত