শেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৯

জাগরণীয়া ডেস্ক

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি আমিনুল ইসলাম শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে। 

১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আসামির উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।  তবে এ মামলায় অপরাধ প্রমাণ না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আদালাতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু মামলার বরাত দিয়ে বলেন, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দাম্পত্য কলহের জেরে আমিনুল ইসলাম তার স্ত্রী শিখা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে লাশ ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন।

পিপি বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী আমিনুলসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আমিনুলসহ চারজনের নামে অভিযোগপত্র দেয়। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত