তথ্য প্রযুক্তি আইনে কোটা সংস্কার আন্দোলনের নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচির দুর্গম চরাঞ্চলের ক্ষিদ্র চাপড়ির চর থেকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা লুৎফুল নাহার লুনা (২১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট (বুধবার) ভোরে ডিএমপির তদন্ত টিম ও বেলকুচি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার লুৎফুল নাহার লুনা কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আব্দুল কুদ্দুছের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। 

পরে ডিবি’র উপ-কমিশনার মির মুদাসসের হোসেন জানান, কোটা সংস্কারসহ সাম্প্রতিক ইস্যুতে ফেসবুকে ‘রাজনৈতিক স্ট্যাটাস’ দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য লুনাকে নিয়ে যাওয়া হয়েছিল। ফেসবুকে গতিবিধি পরীক্ষা করে তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত