গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১৬:৩৫

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. আনিছুর রহমান (৩৫) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আনিছুর দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।

১২ আগস্ট (রবিবার) সকালে আসামি উপস্থিতিতে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ আগস্ট সকালে সাড়ে ৮টার দিকে স্বামী আনিছুর রহমান বটি দিয়ে কুপিয়ে মৌসুমিকে হত্যা করে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেয়ার জন্য সে এলাকার লোকজনের কাছ থেকে টাকা উঠিয়ে এক মহিলা দিয়ে মৃত মৌসুমিকে গোসল করিয়ে মরদেহ নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আনিছুর রহমানকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম রাসেল বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। ৩ বছর চলা এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে মো. আনিছুর রহমানকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন আদালত। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত