স্কাউটরা পেলেন ‘ডিএমপি ক্যাপ’

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৯:০৬

জাগরণীয়া ডেস্ক

ট্রাফিক সপ্তাহে পুলিশদের সাথে সহযোগিতায় থাকা রোভার ও স্কাউট দলের সদস্যরা পেলেন ‘ডিএমপি ক্যাপ’।

১১ আগস্ট (শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া রোভার ও স্কাউটদের ট্রাফিক আইন সচেতনতামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদের ‘ডিএমপি ক্যাপ’ পরিয়ে দেন। 

এসময় তিনি স্কাউটদের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ প্রদান করেন।

রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এ ট্রাফিক সপ্তাহের আজ সপ্তম দিন। রাজধানীতে ট্রাফিক সপ্তাহের শুরুর দিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে রোভার ও স্কাউটের সদস্যরা। অন্যান্য দিনের মতো রোভার ও স্কাউটের সদস্যরা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করেন।

তারা জনসাধারণকে এলোমেলোভাবে রাস্তায় পারাপার না হয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে সহযোগিতা করেন। রাস্তায় যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী উঠা-নামা না করতে যাত্রী ও ড্রাইভারদের প্রতি অনুরোধ জানান। হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য চালকদের সচেতন করেন। 

এছাড়াও, ট্রাফিক আইন মেনে চলার জন্য মাইকে বিভিন্ন ঘোষণার মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন রোভার ও স্কাউটের সদস্যরা।

সূত্র: ডিএমপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত