সূত্রাপুরে ঘর ধসে ৪ নারী আহত

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১০:৫৮

জাগরণীয়া ডেস্ক

পুরান ঢাকার সূত্রাপুরে একটি দোতলার বাড়ির বারান্দায় বানানো রুম ধসে চার নারী আহত হয়েছেন। আহতরা হলেন- লিপি (৩৫), হালিমা (৩৫), মাজেদা (৪৫) ও কুলসুম (৫০)। 

তাদের উদ্ধার করে নিকটস্থ স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। 

৬ আগস্ট (সোমবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকার দেবেন্দ্র নাথ রোডের ১৬ নম্বর হাজী ইব্রাহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সূত্রাপুর নদীবন্দর) গোলাম সারোয়ার জানান, দোতলা বাড়িটি বেশ পুরনো। বাড়ির মালিক বারান্দার ওপর টিন লাগিয়ে সেটি রুম আকারে ভাড়া দেন। হঠাৎ ৫ ফুট বারান্দার ৩ ফুট অংশই ভেঙে নিচে পড়ে গেলে রুমে ঘুমিয়ে থাকা ৪ নারীর মধ্যে ৩ জনই নিচে পড়ে যান। ভাড়ায় থেকে চার নারী বিভিন্ন বাসায় কাজ করতেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত