‘প্রধানমন্ত্রী দাবিগুলো সুষ্ঠুভাবে সমাধান করবেন’

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৯:৪৯

জাগরণীয়া ডেস্ক

শিক্ষার্থীদের দাবিগুলো মানবিক, ওদের দাবিগুলোয় যুক্তি আছে। প্রধানমন্ত্রী দাবিগুলো সুষ্ঠুভাবে সমাধান করবেন- বললেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

২ জুলাই (বৃহস্পতিবার) টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশ ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, লাইসেন্সবিহীন যানবাহন চলবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ফেসবুকে অনেক সময় বিভ্রান্তকর তথ্য যায়। বিভ্রান্তকর তথ্যে যেন আমরা বিভ্রান্ত না হই।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দেওয়ান তাহমিনা হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সংরক্ষিত মহিলা আসনের (টাঙ্গাইল-৫) এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান আনসারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আলাহলী, যুগ্ন সাধারণ সম্পাদক রুমা খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত