শিক্ষার্থীদের প্রতিবাদে মুখর যশোর

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৪:১০

জাগরণীয়া ডেস্ক

দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ ও ঘাতক বাস চালকের বিচারের দাবিসহ নয় দফা দাবি জানায়।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকালে মিছিল বের করে।  শহরের বিভিন্ন গ্রুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এ সসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গত চার দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত