বাসের দুই চালক ও দুই হেলপার আটক

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৩:০৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনটি বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ জুলাই (রবিবার) রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের চারজনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (রবিবার) বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ২ শিক্ষার্থী  শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানমের মৃত্যু হয়। ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেসময় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ফিরে যান। ৩০ জুলাই (সোমবার) সকালে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে গেলে পুলিশের বাধায় তা প্রথমে পণ্ড হয়ে যায়। পরে তারা রাস্তায় এসে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, মিরপুর-আব্দুল্লাহপুর রুটের জাবালে নূরের একাধিক বাস পাল্লাপাল্লি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত