নারী অভিবাসী কর্মীদের বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসী আইন পাস

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ২০:২৬

জাগরণীয়া ডেস্ক

বিদেশে কর্মরত নির্যাতিত বা বিপদগ্রস্ত অভিবাসী কর্মীদের উদ্ধার, ক্ষতিপূরণ আদায় ও আইনগত সহায়তা প্রদানের বিধান রেখে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল ২০১৮’ পাস করেছে সংসদ।

৯ জুলাই (সোমবার) জাতীয় সংসদে স্থিরকৃত আকারে বিলটি পাস হয়। 

বিলে নারী অভিবাসী কর্মীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা অনুচ্ছেদ যোগ করে উপরোক্ত সুবিধাদির পাশাপাশি দেশে-বিদেশে হেল্প ডেস্ক স্থাপন ও সেইফ হোম পরিচালনার বিধান যুক্ত করা হয়। তাছাড়া আইনের উদ্দেশ্য পূরণে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ প্রবাসীদের কল্যাণার্থে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করবে। বিদেশে কর্মরত নির্যাতিত, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোন কারণে বিপদগ্রস্ত অভিবাসী কর্মীদের উদ্ধার, ক্ষতিপূরণ আদায়, চিকিৎসা সহায়তা প্রদান ও আইনগত সহায়তা প্রদান করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত