বৈঠকে কোটা সংস্কার কমিটি

প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১২:৪৬

জাগরণীয়া ডেস্ক

প্রথমবারের মতো বৈঠকে বসেছে কোটা সংস্কার কমিটি। ৮ জুলাই (রবিবার) সকাল ১১ টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে এ বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (উপসচিব) এইচ এম নূরুল ইসলাম বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোটা পদ্ধতি পর্যালোচনা/বাতিল অথবা সংস্কারের বিষয়ে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।

গত ২ জুলাই রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশক্রমে জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) সালমা মাহমুদ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে যে কেউকে কমিটি কো-আপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কমিটিতে রয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব ফয়েজ আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, পাবলিক সার্ভিস কমিশনের সচিব মনজুরুর রহমান (অতিরিক্ত সচিব), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, সরকারি কর্মকমিশনের সচিব আক্তারি জাহান,  আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানকে নিয়ে এ কমিটি গঠন হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত