ভারতে পাচার ৪ নারীকে বাংলাদেশে হস্তান্তর

প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১২:৪৪

জাগরণীয়া ডেস্ক

চাকুরীর প্রলোভনে ভারতে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের চার নারীকে ফেরত পাঠিয়েছে সেদেশের পুলিশ। ফেরত আসারা হলেন-টাঙ্গাইলের জোছনা (২৫),যশোরের শরিফা (২৬), রংপুরের সুমি আক্তার দিপা (২৩) ও ঢাকার রিনা (২১)।

৪ জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে সীমান্তের ওপাড়ে চলে যায় ঐ চার নারী। পরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে আদালতে যায় তারা। সেখান থেকে একটি এনজিও তাদের ছাড়িয়ে এনে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ঐ নারীদের ফেরত পাঠাতে এত বছর লেগেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত