সড়কের অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে সড়কে যান চলাচলের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১২ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে কানাডা সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই রাতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন, মহাসড়কের অবস্থা কী?

১৩ জুন (বুধবার) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, জবাবে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি,  অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। মহাসড়কে এখন পর্যন্ত কোন যানজট নেই।

তিনি আরও জানান, মহাসড়কের সবগুলো ফোর লেন ও ব্রিজ খুলে দেয়া হয়েছে। তাই গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা-উত্তরবঙ্গ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট কোথাও কোনো যানজট নেই। এখন ব্রিজে যদি গাড়ি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে কী করবো?

তিনি আরও বলেন, সড়কে মাঠ প্রশাসন, হাইওয়ে পুলিশ-সবাই খুব তৎপর রয়েছে। কেউ চাঁদাবাজি করলে বা অতিরিক্ত ভাড়া আদায় করলে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করা ভিজিল্যান্স টিমকে অবহিত করার জন্য বলা হয়েছে। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত