স্বামীর আসনেই বসলেন হাবিবুন নাহার

প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১০:৪৬

জাগরণীয়া ডেস্ক

বাগেরহাট-৩ আসনের এমপি ছিলেন তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার এমপি পদ থেকে অব্যাহতি নেয়ায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক এর স্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) এমপি নির্বাচিত হলেন হাবিবুন নাহার।

৪ জুন (সোমবার) বিকেলে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে হাবিবুন নাহারকে বিজয়ী ঘোষণা করেন। 

মো. নুরুজ্জামান তালুকদার বলেন, এ আসন থেকে নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক ও ব্যবসায়ী মো. শাকিল আহসান ওরফে শাকিল খান মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু পরে তিনি মনোনয়নপত্র জমা দেন নি। ফলে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাবিবুন নাহারই একমাত্র প্রার্থী বিবেচিত হন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত