ঈশ্বরদীতে ইয়াবা ও দেড় লাখ টাকাসহ নারী বিক্রেতা আটক

প্রকাশ : ২৭ মে ২০১৮, ২০:১৮

জাগরণীয়া ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে ইয়াবা বিক্রির নগদ দেড় লাখ টাকা ও ১০০ পিস ইয়াবাসহ ফাইমা খাতুন (৩০) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ফাইমা উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া গ্রামের  রনি প্রামাণিকের স্ত্রী।

২৭ মে (রবিবার) সকালে তাকে ঐ এলাকা থেকে আটক করে পুলিশ। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, দীর্ঘদিন থেকে গোপনে ইয়াবার ব্যবসা করতো ফাইমা কিন্তু তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকায় কেউ তাকে সন্দেহ করতো না। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে ক্রেতা সেজে পুলিশ ইয়াবা কিনতে গেলে প্রথমত অস্বীকার করে ফাইমা। পরে ১০০ পিস ইয়াবা নিয়ে এলে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। তারা স্বামী-স্ত্রী দু’জনেই পাইকারি মূল্যে ইয়াবা বিক্রি করতেন বলে জানান ওই কর্মকর্তা। তার স্বামী রনিকেও আটকের চেষ্টা চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে জব্দকৃত টাকা ও মাদকসহ আসামিকে পাবনা জেলা কারগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত