একই দিনে দুই মা দিলেন ৭ নবজাতকের জন্ম

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৬:১৩

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে এক গর্ভবতী চারজন ও অপর এক গর্ভবতী ৩ নবজাতকের জন্ম দিয়েছেন। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

২১ মে (সোমবার) বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুন নামে এক নারী স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম দিয়েছেন। সুইটি খাতুনের ৩ নব জাতকের মধ্যে দুই জন কন্যা ও একজন ছেলে। সোমবার দিবাগত রাতে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম দিয়েছেন সনিয়া আক্তার নামে এক মা। ৪জন নবজাতকের মধ্যে ৩জন ছেলে ও একজন কন্যাশিশু।

সনিয়া খাতুনের গর্ভে জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে রক্তশূণ্যতার কারণে প্রথম নবজাতককে রক্ত দেয়া হয়েছে। তারা চার জনই সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে নিবিড় যত্ম ইউনিটে (এনাআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে সুইটি খাতুনের গর্ভে জন্ম নেয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত