তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ: তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ১৩ মে ২০১৮, ০০:১৫

জাগরণীয়া ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ্ট আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মানবতাবিরোধী এক অপরাধীর সঙ্গে গোপনে আঁতাতসহ দু’টি অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। 

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি নিজামুল হক। 

১২ মে (শনিবার) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ সম্পর্কে বিগত কয়েকদিন ধরে কয়েকটি দৈনিক পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ন করেছে। সেই সাথে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

যেহেতু ব্যারিস্টার তুরিন আফরোজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা বিগত পাঁচ বছর ধরে সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন, সে কারণে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তিনজন প্রাক্তন বিচারককে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত