নকলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ২২:১৮

জাগরণীয়া ডেস্ক

শেরপুর জেলার নকলা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

৩০ এপ্রিল (সোমবার) বেলা ১টার দিকে উপজেলার চোধুরী ছবরুন নেছা মহিলা কলেজ মিলনায়তনে এ ঘোষণা দেওয়া হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার তালুকদার, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত