রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:৪৯

জাগরণীয়া ডেস্ক

রংপুরের বদরগঞ্জে গার্মেন্টস কর্মী আরফিনা বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী শরিফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ এপ্রিল (শনিবার) ভোরে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর ইউপির দফাদারপাড়ার আমির আলির মেয়ে আরফিনার সঙ্গে একই ইউপির আরজি দিলালপুর উত্তরপাড়া গ্রামের আ. সালেমের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। দু’জনই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ৯ এপ্রিল দাওয়াতের সুবাদে নানাশ্বশুর কাশেম ব্যাপারির বাড়িতে আসেন। দাওয়াত শেষে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শরিফুলের বাটখারার আঘাতে গুরুতর আহত হন আরফিনা। পরে আরফিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় আরফিনার বাবা আমির আলি বাদী হয়ে ১২ এপ্রিল বদরগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান হত্যা মামলার আসামি শরিফুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত