গণধর্ষণের মামলায় ৪ জন কারাগারে

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:০৭

জাগরণীয়া ডেস্ক

মেস থেকে তুলে নিয়ে বরিশালের কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২৯ এপ্রিল (শনিবার) দুপুরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এ ঘটনায় অভিযুক্ত রায়হান মল্লিক রাব্বি (২৬), সাইফুল ইসলাম সজিব (২২) ও মনির শেখ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান। পরে গ্রেপ্তারকৃতদের সহযোগী নিজাম উদ্দিন ওরফে মিজানসহ (২২) চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে গণধর্ষণের ঘটনায় ২৭ এপ্রিল (শুক্রবার) দিবাগত মধ্যরাতে কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের মা। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মামলায় অভিযুক্ত চারজনকেই পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, রায়হান মল্লিক রাব্বি (২৬) ঘটনার মূলহোতা নগরের ২০ নম্বর ওয়ার্ডের বিএম কলেজের প্রথম গেট সংলগ্ন মল্লিক প্লাজার বাসিন্দা বাবুল মল্লিকের ছেলে। 

বাকীদের মধ্যে বিএম কলেজের প্রথম গেট সংলগ্ন তালভিটা এলাকার ভাড়াটিয়া ইসমাইল শেখের ছেলে মো. মনির শেখ কলেজ রোড সিকদার ভিলা ছাত্র মেসে বাসিন্দা ও বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকার জামান হাওলাদারের ছেলে বিএম কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র সাইফুল ইসলাম সজিব (২২) ও একই মেসের বাসিন্দ বিএম কলেজের তৃতীয়বর্ষের ছাত্র নিজাম উদ্দিন ওরেফে মিজান (২২)। তবে এরমধ্যে মিজানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ না থাকলেও তিনি অপরাধ সংগঠিত করতে সহায়তা করেছেন বলে জানিয়েছেন এসআই সত্যরঞ্জন খাসকেল।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার এএম রুহুল আমিন জানিয়েছে, পুলিশের জিঞ্জাসাবাদেও রাব্বীসহ তিনজনেই ওই ছাত্রীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত