সিরাজগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৮, ২২:০৮

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে সীমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ এপ্রিল (সোমবার) সকালে পৌর এলাকার মধ্যপাড়া মহল্লা থেকে সীমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন সীমার স্বামী রাজ্জাক হোসেন (৩২)।

সীমার স্বজনরা জানান, সাত-আট বছর আগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে সীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

গত ১৪ এপ্রিল (শনিবার) পয়লা বৈশাখ উপলক্ষে সীমাসহ  তিন মেয়ে ও মেয়ে জামাইদের দাওয়াত করে বাসায় নিয়ে আসেন সীমার বাবা। গত ১৫ এপ্রিল (রবিবার) সীমার দুই বোন ও তাদের স্বামীরা চলে গেলেও সীমা তাঁর স্বামীসহ থেকে যান। সোমবার সকালে সীমাকে মৃত অবস্থায় তার ঘরে পাওয়া যায়। 

এ প্রসঙ্গে সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, নিহতের গলায় শক্ত নখের আচড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলাটিপে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সীমার স্বামীকে খুঁজছে পুলিশ।