রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে পাশে থাকবে তাজাকিস্তান

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ২১:৩৮

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা ইস্যুসহ সবক্ষেত্রে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলভ সিরোদজিদিন মুহরিদিনোভিচ।

১৩ এপ্রিল (শুক্রবার) তাজাকিস্তানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে আলসভ সিরোদজিদিন এই আশ্বাস ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ প্রঙ্গে তাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলভ বলেন, রোহিঙ্গাদের সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে তাজাকিস্তান। এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের গৃহীত কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে তাজাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত