রোহিঙ্গা ইস্যু: রুল চেয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ১৭:৪০

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার থেকে যেভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় পড়বে কিনা- এ বিষয়ে একটি রুল চেয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছেন আদালতের প্রধান কৌঁসুলি ফাতোও বেনসোউদা।

গত ৯ এপ্রিল (সোমবার) এ আবেদনটি করেন তিনি।

আবেদনে বলা হয়েছে, জোর করে কোন দেশের বাসিন্দাদের আন্তর্জাতিক সীমানার বাইরে ঠেলে দেয়া সব দিক থেকে মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার একে জাতিগত নিধন অভিযানের উদাহরণ বলে বর্ণনা করেছেন এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত একে গণহত্যার সব চিহ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন, তাও উল্লেখ করা হয়েছে আবেদনে।

কিন্তু এখানে আদালতের আওতা নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। কারণ বাংলাদেশ এই আদালতের সদস্য, কিন্তু মিয়ানমার সদস্য নয়। যেহেতু আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অপরাধটি ঘটছে এবং আদালতের সদস্য বাংলাদেশের ভূখণ্ড তার শিকার হচ্ছে। সেক্ষত্রে আদালত এই বিষয়টিকে আওতাভুক্ত হিসাবে বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত