অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা

প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১৯:০৯

জাগরণীয়া ডেস্ক

শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু। তিনি জানান, কারা কর্তৃপক্ষ কাস্টডি ওয়ারেন্ট পাঠিয়েছে। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি (খালেদা জিয়া) অসুস্থ। তাই আদালতে তাকে আজ হাজির করা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার বেলা পৌনে ৩টার দিকে কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ তথ্য জানান।

এসময় সানাউল্লাহ মিয়া বলেন, এদিন বিডিআর বিদ্রোহ মামলার শুনানি থাকায় আইনজীবীর মাধ্যমে ম্যাডাম আদালতে হাজিরা দেবেন। বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। এ মামলায় ১ এপ্রিল (রবিবার) বিশেষ জজ আদালত-২-এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে আদালতে হাজির করানোর জন্য পরোয়ানা) পাঠান।

উল্লেখ্য, বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত