চলে গেলেন মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কাঁকন বিবি

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ০১:৪৩

জাগরণীয়া ডেস্ক

মহান মুক্তিযুদ্ধে ২০টিরও বেশি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করা অগ্নিকন্যা বীরপ্রতীক কাঁকন বিবি আর নেই। ২১ মার্চ (বুধবার) রাত সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ড. সুব্রত দেব এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বছর জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি। সর্বশেষ গত ১৯ মার্চ (সোমবার) শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিরকন্যা কাঁকন বিবি। 

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানার জিরারগাঁও গ্রামের মেয়ে কাঁকন বিবি। ১৯৭১ সালে তিনদিন বয়সী মেয়ে সখিনাকে রেখে যুদ্ধে চলে যান তিনি। পরে জুন মাসে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন তিনি। বাঙ্কারে আটকে দিনের পর দিন তাকে নির্যাতন করে পাকিস্তানি সেনারা। 

সেখান থেকে ছাড়া পেয়ে মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে তার দলে সদস্য হয়ে সশস্ত্র যুদ্ধ করেন তিনি। একইসঙ্গে চালিয়ে যান গুপ্তচরের কাজ।

১৯৭১ সালের নভেম্বর মাসে টেংরাটিলার সম্মুখ যুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন।

টেংরাটিলা যুদ্ধের পর আমবাড়ি, বাংলাবাজার, টেবলাই, বালিউরা, মহব্বতপুর, বেতুরা, দূরবীণটিলা, আধারটিলাসহ প্রায় নয়টি সম্মুখ যুদ্ধে অংশ নেন কাঁকন বিবি।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত