নির্মাণের ৪ বছর পরেও চালু হয়নি রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন

প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৮:০৩

জাগরণীয়া ডেস্ক

ঝালকাঠির রাজাপুরে নির্মাণকাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতংকে রয়েছেন উপজেলাবাসী।

ফায়ার সার্ভিস স্টেশন চালু না থাকায় পাশ্ববর্তী ঝালকাঠি, কাউখালি, কাঠালিয়া ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৪ সালের জুলাই মাসে ১ কোটি ৫৫ লাখ টাকায় রাজাপুর ডিগ্রি কলেজের সামনে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে বরাদ্ধকৃত টাকায় নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। পুরো কাজ সম্পন্ন করতে আরও ১৫ লাখ টাকার প্রয়োজন বলে ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে।

২০১৭ সালের প্রথম দিকে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য বরাদ্ধকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনে এক বছর ধরে পড়ে আছে।

ইউএনও আফরোজা বেগম পারুল জানান, দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বিভিন্ন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত