খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল

প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৫:৩৮

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৫ মার্চ (বৃহস্পতিবার) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

গত ৮ ফেব্রুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ৮ ফেব্রুয়ারি কারাদণ্ডের রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

১৪ মার্চ (বুধবার) খালেদার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছিলেন আপিল বিভাগ। খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের ওপর শুনানি শেষে ১৮ মার্চ (রবিবার) পর্যন্ত জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

১৪ মার্চ (বুধবার) সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। 

সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। তিনি আদালতে বলেন, চার যুক্তিতে খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আমরা এখনো সেই জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। ১৩ মার্চ (মঙ্গলবার) অনুলিপি বের হতে হতে অফিস সময় শেষ হয়ে গেছে। সে সময় আদালত বলেন, আগে লিভ টু আপিল (সিপি) দায়ের করেন। জবাবে খুরশীদ আলম খান বলেন, সেজন্যই তো জামিন আদেশ স্থগিত চেয়েছি। রবিবার বা সোমবার পর্যন্ত। পরে রবিবার পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আদালত।

এসময় জয়নুল আবেদীন দাঁড়িয়ে বলেন, মাই লর্ড আমাদের একটু শুনেন, তারপর আদেশ দেন। এরপর জয়নুল আবেদীনসহ অন্যান্য আইনজীবীরা তাদের পক্ষে শুনানির জন্য বারবার আবেদন করতে থাকেন। আদালত তখন বলেন, রবিবার। একই সঙ্গে দুদক ও রাষ্ট্রপক্ষকে রবিবারের মধ্যে আদালতে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়।

সেই আপিলই ১৫ মার্চ (বৃহস্পতিবার) করল দুদক। আবেদনে, খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোরও আর্জি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত