৭ মার্চের মিছিল থেকে যৌন হয়রানি, মামলা দায়ের

প্রকাশ : ১০ মার্চ ২০১৮, ১৯:২০

জাগরণীয়া ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে গত ৭ মার্চ, বুধবারের জনসভাকে ঘিরে রাজধানীর সড়কগুলোয় ব্যাপক জনসমাগমের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় একটি মামলা হয়েছে। 

৮ মার্চ (বৃহস্পতিবার) রমনা থানায় একজন ভিকটিমের বাবা মামলাটি করেন। থানার দায়িত্বরত একজন কর্মকর্তা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ,  ঘটনার দিন রাত ৯টায় কর্মস্থল থেকে তিনি বাসায় ফিরে জানতে পারেন তার মেয়ে (ভিকটিম) তার শিক্ষা প্রতিষ্ঠানের বেইলি রোড ক্যাম্পাস থেকে ফেরার সময় শান্তিনগর মোড়ে বাস না পেয়ে কাকরাইল মোড়ে হেঁটে যায়। সেখানেও সে বাস না পেয়ে অফিসার্স ক্লাবের আগের সিগন্যালে এসে ফার্মগেটগামী একটি বাসে ওঠে। বাসটি মগবাজার হয়ে বাংলামোটরের যাওয়ার সময় তীব্র যানজটে পড়ে। তখন তার মেয়ে বাস থেকে নেমে হেঁটে বাংলামোটরের দিকে যেতে লাগলে আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৮৯ নম্বর নিউ ইস্কাটন বাসার সামনের ফুটপাতে সাদা টি-শার্ট পরা আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অন্তত ১৫ জন ছেলে তাকে ঘিরে ধরে টিজিং করে। তাকে টানাহেঁচড়া করে পরিহিত স্কুল ড্রেসের জামার শোল্ডার ও দুটি বোতাম ছিঁড়ে ফেলে তারা। পরে একজন ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দিলে সে বাসায় আসে।

মামলার এজাহারে ওই বাবা বলেন, আমরা মেয়ের 'শ্লীলতাহানি' করার কারণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।

এর আগে ৮ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, শ্লীলতাহানির ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। বুধবার রাতেই ভিকটিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পাশাপাশি আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

ওইদিন একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ওই শিক্ষার্থীকে হয়রানির ঘটনার ভিডিও ফুটেজ হাতে পাওয়ার কথা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত