কেন্দ্রে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে লাঞ্ছনা, বখাটের কারাদণ্ড

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭

অনলাইন ডেস্ক

আফজাল শরীফ (১৮) নামে এক বখাটে কেন্দ্রে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করায় ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল এ সাজা দেন।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, সকালে পরীক্ষা দিতে গেটে ঢুকার সময় ঐ ছাত্রীর পথ আটকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে ঐ বখাটে শরীফ। এসময় অন্যান্য পরীক্ষার্থী পুলিশের সহায়তায় ঐ যুবককে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।