মুখোমুখি ২১ সবাক-নির্বাক, ২১ মিনিট নীরবতা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৬

জাগরণীয়া ডেস্ক

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাক প্রতিবন্ধীদের জন্য ২১ মিনিট নীরবতা পালন করে অন্যরকম এক শ্রদ্ধাজ্ঞাপন করেছে পাবনার চাটমোহরবাসী।

২১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ হাজারো মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ২১ জন বাক প্রতিবন্ধি নারী-পুরুষের মুখোমুখি বসে ২১ জন তরুণ-তরুণী আর ২১ মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানের আয়োজক ও যুব প্রতিনিধি হুমায়ুন কবির বলেন, বাক প্রতিবন্ধীদের কষ্টকে যেন আমরা অনুভব করতে পারি এবং সেই সাথে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মকে শ্রদ্ধাশীল করতে আজকের এই আয়োজন। নির্বাক মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে শত শত লোকের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির বলেন, ছোট এই আয়োজনের অসাধারণ দার্শনিক দৃষ্টিভঙ্গি অন্যদেরও শ্রদ্ধাশীল করবে।

সারা দেশের ন্যায় পাবনাতেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি পালন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত