সংসদে সুগার (রোড ডেভলপমেন্ট সেস) অধ্যাদেশ রহিত বিল, ২০১৮ উত্থাপন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮

জাগরণীয়া ডেস্ক

চিনিকল এলাকায় আখ পরিবহণে চাষী বা বিক্রেতাদের কাছ থেকে নেয়া উপ-কর আদায় সংক্রান্ত অধ্যাদেশ রহিত করার বিধানের প্রস্তাব করে ১৮ ফেব্রুয়ারি (রবিবার) সংসদে সুগার (রোড ডেভলপমেন্ট সেস) অধ্যাদেশ রহিত বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি উত্থাপন করেন।

বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী চিনিকল এলাকায় আখ পরিবহণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিক্রেতা বা চাষীদের কাছ থেকে উপ-কর আদায় করা হয়।

কিন্তু বর্তমানে সড়ক উন্নয়নে এ উপ-কর আদায়ের আবশ্যকতা নেই বলে এই অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়েছে। তবে অধ্যাদেশের অধীন আদায় করা উপ-কর দিয়ে বাস্তবায়নাধীন চলমান প্রকল্প বা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এমনভাবে চলতে থাকবে যেন তা এ অধ্যাদেশ রহিত হয়নি।

পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত