খালেদার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৪

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (সোমবার) এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।

এর আগে ১৮ ফেব্রুয়ারি (রবিবার) বিচারক সোমবার বিকেলে রায়ের সার্টিফায়েড কপি দেয়া হবে বলে খালেদা জিয়ার আইনজীবীদের জানিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফায়েড করার পর দলিলের (কার্টিজ পেপার) কাগজে প্রিন্ট হয়ে পৃষ্ঠার সংখ্যা হয়েছে ১১৬৮। তা সঙ্গে আদেশ যোগ হয়েছে আরও ৬ পৃষ্ঠা। প্রতিটা পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষর রয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন। এ মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার ১২ দিন পর সোমবার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবিরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত