খালেদার রায়ের কপি পান নি আইনজীবীরা

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৭

অনলাইন ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি আজও পান নি আইনজীবীরা।

১৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ৩টায় সংশ্লিষ্ঠ আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদালত সূত্র জানায়, বিচারকের কাছ থেকে অনুলিপি শাখা না পাওয়ায়, রায় এখনও প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই আজ কোনোভাবেই অনুলিপি পাচ্ছেন না আইনজীবীরা।

এদিকে আজ রায়ের কপি পেলে আগামী ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রায়ের বিরুদ্ধে আপিল ও খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। প্রথম শ্রেণির কারাবন্দি হিসেবে বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।