আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৪

অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ঘটনায় জাহিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, ট্রাক ড্রাইভার জাহিদের স্ত্রী মালেকা বেগম (৩৪) কয়েকদিন আগে অগ্নিদগ্ধ হলে স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দিলেও জাহিদ তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মালেকার অবস্থার অবনতি হলে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, ১০ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে তার মরদেহ দাফন করার সময় বাধা দেন মালেকার ছেলে মালেক ও তার মামারা। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হলে মালেকার মরদেহ উদ্ধার ও জাহিদকে আটক করে পুলিশ।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বলেন, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে মালেকাকে হত্যা করেছেন জাহিদ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, জাহিদকে আটক এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।