২ বছরের বেশি কারাদণ্ডে নির্বাচন নয়

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৬

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২ বছরের বেশি সাজা হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বকশীবাজারের বিশেষ আদালত। এর ফলে আদালত থেকে খালেদাকে সরাসরি জেলে যেতে হবে।

একই মামলায় তারেক রহমান সহ অন্যান্য আসামীদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি টাকা করে জরিমানাও করেছেন আদালত।

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের বিশেষ আদালতে ২০ মিনিট ধরে ৬৩২ পৃষ্ঠার এই রায় পড়ে শুনানো হয়।

এই রায়ের পর তাৎক্ষণিক মতামত জানাতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, "এই রায় একটি মাইলফলক। এর মাধ্যমে প্রমাণিত হয় যে অপরাধী যেই হোক সে আইনের বাইরে নয়"।

সাড়ে ৯ বছর ধরে এই মামলার কার্যক্রম চলেছে তাই এখানে কোন তাড়াহুড়ো করা হয়নি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরো জানান, "২ বছরের অধিক সাজা হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে আপিল পেন্ডিং থাকলে পারবেন"।

আপিল করতে হলে ৬০ দিনের মধ্যে খালেদা জিয়াকে আপিল করতে হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত