রোহিঙ্গা সংকটে পাশে থাকবে সুইজারল্যান্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করে এই ইস্যুতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে।

৫ ফেব্রুয়ারি (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের করবী হলে তার সঙ্গে যৌথ বিবৃতি প্রদানকালে বেরসে এ কথা বলেন।

বেরসে বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করছে, সুইজারল্যান্ড তাকে সাধুবাদ জানায়। এই সংকটের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রসঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ড এর আগে ৮০ লাখ ফ্রাংক দিয়েছে। এ দফায় আমরা আরও ১২ মিলিয়ন ফ্রাংক (১০৭ কোটি ৪৯ লাখ টাকা) দেবো।

এছাড়া তিনি রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজার যাবেন বলেও জানান।

এর আগে দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে শেখ হাসিনা ও বেরসে এর মধ্যে এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর করবী হলে যৌথ বিবৃতি দেন দুই নেতা।

বৈঠকের বিষয়ে বেরসে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সফর আমাদের দুই দেশের সম্পর্ককে আরও সংহত করবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত